#গূঢ়তত্ত্ব
#গূঢ়তত্ত্ব
অমনি করে মিছে কথাটা
নাইবা বলতি আমাকে,
আমিতো তোর মনের কথা
চাইলেই পারি পড়তে।
জানি জানি, কিছু কথা, কিছু ব্যথা,
সোহাগ কিছু কিছু, জমিয়ে রাখার
গোপন মন্ত্র শিখেছিস অজান্তে।
কষ্ট কিছুই পাইনি আমি,
হাসির দমকে; পেট ফুলেছে
কিছু সময়, এসব বলি কাকে?
আমিও তো চোর ছিলাম,
শুধুই কি তুই একাই? চোরে চোরে মাসতুতো বোন, জানি সব্বাই!
গোপন কথাটি গোপনে রবে না
সেটা কি করে হয়?
প্রেমের পদাবলীতে এসবই রয়।

