#মনের মাঝে
#মনের মাঝে
বিভাগ: কবিতা
কলমে: বুলা বিশ্বাস
শিরোনাম:
#মনের মাঝে
মিছেই তুমি ডাকো তারে
সে ঘর এখন ফাঁকা,
ফুরুৎ করে মেলেছে
তার রঙিন দুটি পাখা।
চোখটা তোমার ঝাপসা হবে
ভাবছো এসব মিছে;
সত্যি করে বলছি
তুমি বৃথাই ফিরছো পিছে।।
মনটা যে আজ বেঁধেছে সে
অন্য কারো সাথে,
তুমিবিহীন ভাবনারা সব
উড়ছে দিনে রাতে।
প্রেম যমুনায় পাল তুলেছে
এ কোন দখিন হাওয়া
ঈশাণ কোনে মেঘ জমেছে
দুখের তরী বাওয়া।
---‐--‐-‐---

