STORYMIRROR

Bula Biswas

Abstract Tragedy

4  

Bula Biswas

Abstract Tragedy

#চোরাস্রোত

#চোরাস্রোত

1 min
300


মাসিক পোয়েট্রি রাইটিং কনটেস্ট---------------------------------------------

বিভাগ: কবিতা

শিরোনাম:

#চোরাস্রোত

কলমে: বুলা বিশ্বাস 


শুধু চাই একমুঠো বিশ্বাস

যা জীবনের অর্থটাই বদলে দেয়। পরিপূর্ণতা পায় প্রাণ

সুবিন্যস্ত করে সম্পর্ককে।

সেখানে এক চুলও মিথ্যের শিকড় নেই।

অন্তরের অন্তঃস্থলে বিশ্বাস নামক 

শিকড়ের ছোট ছোট গিট্টি

সত্যিকে আঁকড়ে বাঁচে তাই।

শত ঝড় তাকে নাড়াতে পারে না।

শুধুমাত্র অবিশ্বাসের ছোট্ট একটা সড়কি 

তার সাপের জিভের মত চকচকে

ইস্পাতের ফলা দিয়ে, সেই শিকড়ে যখন 

আগু পিছু করে বিঁধতে থাকে;

সত্যিটা কর্পুরের মত যায় উবে।

মন মানে না; 

বিশ্বাসের ভিত যে মজবুত। 

সেটাতো ভুল হতে পারে না। 

চোখ ছলছলিয়ে ওঠে। 

তবে, এটাও তো সত্যি। 

এ যে মুদ্রার অপর পিঠ। 

ম্লান, নৈরাশ্যে পরাভূত, 

মুখ থুবড়ে পড়া এক জীর্ণ অভিশাপ;

কোনো এক অসতর্ক মুহূর্তে 

নিজেকে লুকিয়ে রেখেছিলো।

উন্মুক্ত লাস্যময় জীবনের উপভোগ্যতা

অন্ধকারকে যখন অবজ্ঞা করে,

ওৎ পেতে থাকে দুটি নিষ্পাপ চোখ। 

প্রবল বিশ্বাসের আধোঘুমে

নিবিড় করে জড়িয়ে সুখাবেশে যেই মগ্ন, 

এক ঝটকায় তা ভেঙে খানখান হয়ে 

খোলস থেকে বেরিয়ে পড়ে

অসহ্য যন্ত্রণার এক গভীর আকুতি! 


         ---------------------- 


           



Rate this content
Log in

Similar bengali poem from Abstract