STORYMIRROR

Bula Biswas

Abstract Classics

4  

Bula Biswas

Abstract Classics

#নিঃশর্ত আত্মসমর্পণ

#নিঃশর্ত আত্মসমর্পণ

1 min
350

বিভাগ: 'কবিতা'

কলমে: বুলা বিশ্বাস 

শিরোনাম:

#নিঃশর্ত আত্মসমর্পণ


উপোসী থাকা নদীর বুকে চর জেগেছে।

দিগন্তব্যাপী নভোমণ্ডল নিজেকে মেঘাবৃত করে,

সূর্যের আঁচ আর ওর চিবুক ছুঁতে দেয় না।

প্রচণ্ড দাবদাহে ওর অঙ্গ, জ্বলন্ত অঙ্গারে রূপ পেয়েছে।

জলটসটসে ফোস্কা এখনও সে ক্ষতের প্রমাণ দর্শাচ্ছে।

নদীর বুকে জ্বালাটা ক্রমেই বাড়ছে।

আকাশের সাথে ওর নিবিড় সখ্যতা।

দিগন্তরেখায় ওরা একসাথে মেশে।

নদীর নিশ্চুপ ভাবাবেগ আকাশকে বড় চঞ্চল করে তোলে।

একরাশ কালো মেঘের কাছে সে বার্তা পাঠায়।

মেঘেরা ফিসফিসানিতে মাতে।

ওরা ছুটতে থাকে এ প্রান্ত থেকে ও প্রান্তে।

আকাশের বুক চিরে তীব্র বিদ্যুতের ঝলকানি,

সাথে বাজের ভীষণ ধমক খেয়ে মেঘেদের সে কী কান্না! 

অঝোর ধারায় নামতে থাকে ওরা।

বিরামহীন বৃষ্টিধারায় নদীকে যে আবার স্রোতস্বিনী করে তুলতে হবে।

চর ডুববে। আকাশের শেষ রেখাকে সিক্ত করে বহুদিনের অভুক্ত নদী,

বারিধারাকে আলিঙ্গন করে চুপচুপে ভিজে ক্ষতের জ্বালা মেটাবে।

এরপর ভরা যৌবনে মদমত্ত হয়ে স্রোতস্বিনী ছুটে চলবে মহাসমুদ্র পানে;

ওর সুখ যে নিঃশর্ত আত্মসমর্পনে।


           -------------



Rate this content
Log in

Similar bengali poem from Abstract