STORYMIRROR

Bula Biswas

Tragedy Action

3  

Bula Biswas

Tragedy Action

#মুক্তির স্বাদ

#মুক্তির স্বাদ

1 min
149


বিষণ্ণতার এক চিলতে মেঘ

বর্ষণমুখর দিনটির আগমনবার্তার 

ঘোষণায় উন্মুখ যখন

বুকের ভিতর হৃৎপিন্ডের 

ধুকপুকানির আওয়াজ 

নাকি বজ্রনিনাদ! 

ধন্দে পড়ল মন।

এক নিঃশ্বাস বন্ধ করা গুমোট হাওয়া

গতিপথে দ্বার রুদ্ধ করতে ব্যস্ত

পাখপাখালিদের ডানা ঝাপটানো

শরীর জুড়ে আনচান।

বাতাস ভারি, তীব্র জলের ছাট

দুরদার করে বন্ধ হয় 

জানলার কপাট।

মুক্তি পাবে উৎসুক মন

ফাঁক ফোকরে দৃষ্টি চালায়

কোনো এক অজানা পথে

ইচ্ছা ডানার পাখনা মেলে

উধাও হবার বুদ্ধি লাগায়।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy