#মুক্তির স্বাদ
#মুক্তির স্বাদ
বিষণ্ণতার এক চিলতে মেঘ
বর্ষণমুখর দিনটির আগমনবার্তার
ঘোষণায় উন্মুখ যখন
বুকের ভিতর হৃৎপিন্ডের
ধুকপুকানির আওয়াজ
নাকি বজ্রনিনাদ!
ধন্দে পড়ল মন।
এক নিঃশ্বাস বন্ধ করা গুমোট হাওয়া
গতিপথে দ্বার রুদ্ধ করতে ব্যস্ত
পাখপাখালিদের ডানা ঝাপটানো
শরীর জুড়ে আনচান।
বাতাস ভারি, তীব্র জলের ছাট
দুরদার করে বন্ধ হয়
জানলার কপাট।
মুক্তি পাবে উৎসুক মন
ফাঁক ফোকরে দৃষ্টি চালায়
কোনো এক অজানা পথে
ইচ্ছা ডানার পাখনা মেলে
উধাও হবার বুদ্ধি লাগায়।
