#অ্যাবস্ট্রাক্ট
#অ্যাবস্ট্রাক্ট
শিল্পীমনে কালবোশেখের স্থান যে নেই;
সেখানে শুধুই ফাগুন হাওয়া,
রামধনুর ওই সাতটি রঙের
শুধুই চলে আনাগোনা,
যখন ওঠে ঝড়,
সাদা বোর্ডে ভুষো কালির
খানিকটা স্তর।
লোকে বলে অ্যাবস্ট্রাক্ট!
আমি বলি, সাদা কালোর সহাবস্থান।
পোট্রেট জীবন্ত হয়, শান্ত শিল্পীমন।
