#আত্মবিশ্বাস
#আত্মবিশ্বাস
বাতাসের আগে চলতে গিয়ে
জয়ী মনে হলো। ঝড়কে বুকে চেপে,
বাতাসের বুকে ভর দিয়ে
বড় ঘুরতে ইচ্ছে হয়। তাই বলে,
হারাবো না, মুখ থুবড়ে পড়ব না।
এ খেলায় কোনো শর্ত নেই।
বিশ্বাস আর বিদ্যুৎ
দু'টোই বেশ ভয়ংকর;
তবুও শক্ত করে ওদের ধরে
বেড়াবো জগৎময়।
আবারও বলছি
হারাবো না, মুখ থুবড়ে পড়বো না।
গনগনে উনুন থেকে আগুন তুলবো না,
নিভু আঁচ থেকে ছাই চাপা আগুন নিয়ে
খেলতে বড় ইচ্ছা জাগে মনে;
খেলবো কিন্তু ঝলসাবো না;
দুঃসাহসে ডানা মেলে উড়ে যেতে
বড়ো মন চায়। উড়বো কিন্তু কথা দিলাম
হারাবো না, মুখ থুবড়ে কখনই পড়ব না।
