#চেতনায় লীন
#চেতনায় লীন
'কবিতা'
শিরোনাম:
#চেতনায় লীন
একাত্মতায় নিমগ্ন হবার বাসনায়
ডুবসাগরে ভাবহীন মন চুপ থাকবে। চিন্তায় এক চিলতে ভেজা ডানা
ভারী হলে রোদ খুঁজে বেড়াবে।
হয়তবা দিকভ্রান্ত প্রেমিক তার
প্রেম গুনে গুনে, প্রিয়ার চিত্ত গলাবে।
ক্লান্ত প্রেমিকা বাঁকা চাঁদের মত
আড়চোখে দৃষ্টি বিনিময়ে নিবদ্ধ
অঙ্গ থেকে আভরণ খুলে সঁপে
দেবে হৃদ মাঝারে। ফিরে পাবে
চন্দন সৌরভ। নিঃশেষে ভাব বিনিময়,
শান্তি যাপনে খেলা শেষ হবে।
খুঁজে নেবে একে অন্যেকে
সে এক নতুন পরিচয়ে, অন্য রূপে।
নামহীন গোত্রহীন পরিচয়ে,
খুশির হাওয়া গায়ে মেখে
উড়নিতে ঢাকবে বিস্মিত এক মুখ
নিজেকে হারাবার নির্ভয় আত্মপ্রত্যয়ে
হাওয়ায় ভাসবে পেঁজা তুলোর সুখ।
পাতার ফাঁকে, শ্যাওলা মাখানো
কালো দীঘির পাড়ে, অথবা
শীতল সঙ্গোপনে, উষ্ণনিঃশ্বাসে
ভাবলেশহীন চোখে, শুধু দৃষ্টিবিনিময়
না বলা সব কথার রেশ রয়ে যায়।
--------------
কলমে: বুলা বিশ্বাস
ফোন নাম্বার: 7980205916
মেল আইডি:
bulabiswas60@gmail.com

