STORYMIRROR

Apurba Mondal

Horror Thriller Children

4.1  

Apurba Mondal

Horror Thriller Children

দাদুর বাড়ি

দাদুর বাড়ি

1 min
784


দাদুর বাড়ির পুরোনো দরজাখানা 

আজও বন্ধ হয়ে আছে ৷

মধ্য রাতে ভূতেরা দেয় হানা,

ভয়ানক শব্দ শোনা যাচ্ছে ৷


শোঁ শোঁ পাতার আওয়াজে

বুক করছে ধড়ফড় ৷

সামনে দেখি দাদুর বাড়ির

দরজা করে কড়কড় ৷


ভয়েতে লোম হল খাঁড়া 

মন বলে পিছিয়ে দাঁড়া ৷

বিকট শব্দে খুলল দ্বার 

সামনে পা বাড়াই এবার ৷


দেখি এক কান্ড হেথা-

দেহ হীন এক বিশাল মাথা ৷

এগোচ্ছে যত আমার দিকে,

চাঁদের আলো হচ্ছে ফিকে ৷


কী ভয়ংকর চেহারা তার,

রক্ত মাখা কালো মুখ ৷

মাথা তো নয় বিশাল পাহাড় ,

কাঁপতে থাকে আমার বুক ৷


দেহটা তার রয়েছে দূরে 

হেঁটে আসছে ধীরে ধীরে ৷ 

চোখগুলো তার টকটকে লাল 

দেখে হাল হল বেহাল ৷


হঠ করে ঘুম ভাঙল ভয়ে,

স্বপ্নে ভূতের বাড়াবাড়ি ৷ 

উঠানে আমি একলা শুয়ে 

সামনে খোলা দাদুর বাড়ি ৷ 


Rate this content
Log in

Similar bengali poem from Horror