শরৎ-এ শারদীয়া
শরৎ-এ শারদীয়া
শরৎ-এর মেঘে ছেয়ে যায় আকাশ,
তেপান্তরে সৌন্দর্য জাগায় কাশফুল ৷
হৃদয় ছুঁয়ে যায় শান্ত, স্নিগ্ধ বাতাস,
আনন্দ ভাসায় হৃদয় নদীর কূল ৷
প্রকৃতি নিজেকে সাজাচ্ছে সুন্দরভাবে,
প্রস্তুত হচ্ছে মা-র আগমনের জন্য ৷
নিস্তব্ধতা ভাঙে পাখিদের কলরবে,
মা-র আগমনী বার্তায় সকলে ধন্য ৷
হঠাৎ কোথায় যেন স্বল্পখানি দূরে
শোনা যায় প্রকৃতির মৃদু শঙ্খ ধ্বনি ৷
শরৎ ডাকছে মা-কে খুব ভক্তি ভরে -
এসো হে মা দূর্গা, দেবী দুর্গতিনাশিনী ৷
মাথার ওপর এখন খুশির ছায়া,
ওই তো আসছে শরৎ-এ শারদীয়া ৷