ভারতমাতার হুংকার
ভারতমাতার হুংকার
তোমরা আমায় আটকে রেখেছো কেন ?
আমি এই বন্দী দশা থেকে মুক্তি চাই ৷
অকারণে কেন কর এত অত্যাচার,
কেন গো আমায় কারাগারে দিলে ঠাঁই ?
আমার দেহ চিরে বিষ ফলিয়েও কি
নিষ্ঠুর মনগুলো ভরেনা তোমাদের ?
তোমাদের চাবুকের নির্মম আঘাতে
চোখে জল কেন আমার সন্তানদের ?
তাদের অশ্রুতে উঠবে বিশাল বন্যা,
তাদের চিৎকারে কাঁপবে এ শহর ৷
রক্তের ঢেউয়ে বদলে যাবে সময়,
রণক্ষেত্রে নামবে ধ্বংসের প্রহর ৷
ওরে তোরা প্রলয়কে করলি আহ্বান,
বুঝলি তো সর্বসেরা এই হিন্দুস্তান ৷
