অপ্রকাশিত
অপ্রকাশিত
কিছু যে আমার বলবার আছে
কিন্তু আজও বলতে পারলাম কই !
নিজের অনুভূতিদের উপেক্ষা করে
পাষাণের মতো আমি চুপ থেকে রই ৷
হৃদস্পন্দনেরা যেন আজ থেমে গেছে
মৃত অবস্থায় শুধু বেঁচে আছি আমি ৷
অতীতটা প্রাচীন, বর্তমানটা শেষ,
ভবিষ্যৎটা পরিস্থিতির অনুগামী ৷
আমার ওই হাসির আড়ালে জমানো
সেই দুঃখগুলো প্রকাশ পেল কই !
বুকের মধ্যে কষ্টগুলো লুকানো থাকে
নিঃসঙ্গতায় চোখ দুটি করে থৈ থৈ ৷
গভীর শোকে ডুবে যাচ্ছি প্রতিনিয়ত
আমার ইচ্ছেগুলো সব অপ্রকাশিত ৷
