STORYMIRROR

Prateeti Sengupta

Horror Tragedy Others

4.0  

Prateeti Sengupta

Horror Tragedy Others

তিলোত্তমা, তোমার জন্য

তিলোত্তমা, তোমার জন্য

1 min
78


তিলোত্তমা, তোমার জন্য কলম আজ তলোয়ার,

তিলোত্তমা, তোমার জন্য ফুঁসছে ক্রোধের পারাবার।

তিলোত্তমা, তোমার শরীর আঁধার রাতের শিকার,

তিলোত্তমা, তুমি আর আমি মিলেমিশে একাকার॥


তিলোত্তমা, তুমি চাইলে হতে পার দুর্বার,

তিলোত্তমা, মনে রেখো তুমি শক্তির আধার।

তিলোত্তমা, নিজের হাতে কেড়ে নাও অধিকার,

তিলোত্তমা, ভুলো না কখনো, তুমি একা নও আর॥


তিলোত্তমা, হয়তো প্রয়াস চলবে কলম ভাঙার,

তিলোত্তমা, তবুও গর্জ্জে উঠবে কন্ঠ শত সহস্র বার।

তিলোত্তমা, জনসমুদ্র ভাঙবে এবার সকল রুদ্ধ দ্বার,

তিলোত্তমা, তোমার জন্য উত্তাল আজ এ বিশ্বসংসার॥


তিলোত্তমা, তোমার প্রতিটি রক্তকণার জন্য চাই বিচার,

তিলোত্তমা, তোমার সাথে সেইখানে যোগ সবার॥


Rate this content
Log in

Similar bengali poem from Horror