নারী
নারী
কেন দিলি অঙ্গে মোর লিঙ্গটার দোষ।
ভ্রুণেই ছিল নারী ,নাকি নিয়তির দোষ?
অঙ্গে আছে লালসা নারীর নাকি দোষ?
সৃষ্টি জগৎ করলো নারীই ,এই নারীর দোষ!
করলি হত ভ্রুনের ক্ষত এটাই নারীর দোষ?
পদ্মা চোখে বুক ফাটে নারীর শুধু জোটে।
আমায় নিয়ে করিস খেলা, নারী খোলামকুচি।
রক্ত মাংস গিল্লি, জানিস হৃদয় আছে?
তোর লালুশায় দেয় অভিশাপ,তুই পিশাচ নির্বোধ।
দুর্গা -কালী-লক্ষ্মী বানিয়ে কেন নারীর পূজা করিস?
সম্মান তার লুটিয়েছে ধুলোয়, আধুনিক বলে মানুষ?