STORYMIRROR

SHYAMAL CHAKRABORTY(GREEN)

Romance Fantasy Others

3  

SHYAMAL CHAKRABORTY(GREEN)

Romance Fantasy Others

শরীর দামি

শরীর দামি

1 min
117


জমিয়ে টাকা কিনবো সময়, দামি অজুহাত।

প্রিয়জনেকে ভুলতে বসা ব্যস্ত বাগিস লোক।

বছর ঘুরে কাজের চাপে সময় নেই যে তার।

চেষ্টা করে বানিয়ে নেব বিশ্ব জগতটা।

ইচ্ছা জাগে অনেক কিছুই তোমার শরীর দামি।

তোমার ফুলের বাগানে সার দিয়েছে জানি।

স্বপ্ন ভেঙে গর্জে উঠি আজকে বসন্ত মানি।

গোলাপ চাঁপা পদ্ম কেন ফুটিয়েছো পারিজাত।

নয়ন মেলে দেখব তোমায় আজকে সারা রাত।

ভাবছো দামি শরীর খানি বছর বছর তুমি।

আজকে গোলাপ ফুটছে যে ,কালকে হবে বাসি।

যতই দামি তোমার গোলাপ মুচকি হাসি হাসে।

কালকে তুমি আর পাবে না সময় খোঁজো দেখি।



Rate this content
Log in

Similar bengali poem from Romance