এদের অপরাধ ক্ষমা করো প্রভু
এদের অপরাধ ক্ষমা করো প্রভু


এদের অপরাধ ক্ষমা করো প্রভু
শ্যামল চক্রবর্ত্তী (সবুজ)
কুমারী মেরীর কোলে ,
এলো দামাল শিশু ।
বেতলেহেম আস্তাবলে,
ইহুদি নাকি যীশু ?
আলোকময় পুরুষ তিনি,
তিনিই দেব শিশু ।
সূত্রধর পিতা জোসেফ ,
খ্রিষ্ট দিল উপাধি ,
তাইতো যীশুখ্রিষ্ট ।
ঘাতক জুডাস ফন্দি করে ,
করলে বন্দী তুমি ।
কোটিবাস পোশাক রেখে ,
তোমরা কত অমানবিক ?
হাত কোমরে পেরেক ফুঁতে ,
মাথায় পড়ালে খাঁটার মুকুট ?
হীন চক্রান্ত রইলো চিহ্ন,
ক্রশবিদ্ধ করলে যেনো!
কষ্টে জীবন নির্বিকার ,
তোমরা পাপী করলে একি !
সহ্য দেখো ক্ষমার ঊর্ধ্বে ,
তাইতো শেষে বললেন যীশু ,
এদের অপরাধ ক্ষমা কর প্রভু ।
সমাপ্ত