STORYMIRROR

SHYAMAL CHAKRABORTY(GREEN)

Classics Inspirational

4  

SHYAMAL CHAKRABORTY(GREEN)

Classics Inspirational

প্রজাতন্ত্র দিবস

প্রজাতন্ত্র দিবস

1 min
233

          প্রজাতন্ত্র দিবস

             

       শ্যামল চক্রবর্ত্তী( সবুজ)

গৌরব মর্যাদা বোঝে কিছু শিশুমনে ?

হাবিজাবি কতো কথা জয়হিন্দ বন্দেমাতারাম।

পতাকার সারি সারি ভরে যেতো কতো শত।

ভূমিকায় শ্রোতা নয়ে পাওনা লভের এক।

ছুটে যেতাম ভিড়ে সেই লাইনের সারিতে।

হুড়োহুড়ি তাড়াতাড়ি মজাকরে মনটা ।

এইভাবি জিলাপি এই দেবে এখনই !

শিশুমনে ভরে যেত জিলাপি লজেনে।

ভেবে ভেবে মনটা বড় হলো এমনি।

মর্যাদা সম্মানে ছাব্বিশে শে জানুয়ারি।

কতো আছে বিপ্লবী মনে পড়ে তখনই।

ওরে কত পতাকা শহীদের কথা কয়।

গৌরব গাঁথা আছে মর্যাদা দিন টা।

কুচকাওয়াজ অনুষ্ঠান ভরে থাকে সারাদিন।

প্রয়োজন আছে তার ঘটনার স্মরণে?

মনে থেকে হবে কি, থাক না তো একদিন!

হয়েছিল কার্যকর ভারতীয় সংবিধান।


Rate this content
Log in

Similar bengali poem from Classics