STORYMIRROR

SHYAMAL CHAKRABORTY(GREEN)

Abstract Inspirational

4  

SHYAMAL CHAKRABORTY(GREEN)

Abstract Inspirational

ভালোবাসা কি

ভালোবাসা কি

1 min
326

    

      শ্যামল চক্রবর্ত্তী

              ( সবুজ)

ভালোবাসা কি ছিল তুমি যদি বুঝতে ,

হাত দিয়ে কেটে তুমি হিমালয়ে আনতে ?

প্রেম নামে অনুভূতি পারো কি তা জানতে ?

কলম্বাস হয়ে তুমি খুঁজে খুঁজে আনতে ।

প্রীতি যে  অনুরণন আছে আমার এক অংকে !

 লিখে তুমি হতে এক নোবেলে বিজ্ঞানী ।

প্রেম আছে নিষ্ঠায় বাবুইয়ের বাসাতে ।

পাখি হয়ে  ঠোঁটে করে  উড়ে তুমি আনতে ?

 প্রেম আছে আকাশে শুকতারা বলে যে ,

মেঘ হয়ে ভেসে ভেসে হৃদয়ে আনতে ?

প্রেম নাকি প্রভাতের আছে নাকি শিশিরে?

ঊষাকালে রবি হয়ে  মৃদু আলো  বর্ষাতে।

ভালোবাসা আছে জানো মৌ কতো ফুলেসে।

পারবে কি অলি হয়ে মুখে টেনে আনতে ?

      সমাপ্ত



Rate this content
Log in

Similar bengali poem from Abstract