মেছো ভূত
মেছো ভূত
নাম কি বাছা???
এই ভূতের সভায় নতুন দেখছি!!!
জাত কি তোমার ???
ডাইনি; শাকচুন্নি নাকি পেত্নী !!!
সদ্য সদ্য ভূত হয়েছ তাই না ???
দেখে তো বামুনের বউ মনে হচ্ছে!!!
এমা!!! কও কি ভূতের ও জাত হয় নাকি ???
হয় বাছা সব হয়। ।।
তা মরলে কি করে ???
মাছ খাওয়ার অপরাধে পিটিয়ে মারলে !!!
বামুনের বিধবা কিনা ।।।
এমা কও কি ??? মেছো ভূত!!!!
এবার তুমি নিশ্চিন্তে মাছ খেতে পারো ।।।
কারণ এদেশে কোন বাধা নিষেধ নাই।

