STORYMIRROR

Manik Goswami

Horror

4  

Manik Goswami

Horror

অদ্ভুত ভুত

অদ্ভুত ভুত

1 min
978


অদ্ভুত ভুত    prompt-15

মানিক চন্দ্র গোস্বামী


ভুত বলে কিছু আছে নাকি,

তর্কে যাওয়া মানা;

তুমি যদি পাও ভুতের ভয়,

তবে একলা থেকো না।

ভুতেরা নাকি সু্যোগ বুঝে

ঘাড় মটকে ধরে,

একলা থেকে সহজ সুযোগ

কখনো দিওনা তারে।

কোথায় থাকে ভুতেরা সব

শ্যাওড়া গাছে নাকি,

অনেকে বলে আঁধার রাতে

রাস্তা ঘাটেও দেখি।

ভুতের আবার প্রকার ভেদে

মামদো, ব্রহ্মদত্তি;

শাকচুন্নীও আছে শুনি

কথাটা কি সত্যি?

খ্যাংরা কাঠি ভুতগুলো খুব

লম্বা নাকি হয়,

তালগাছেতে পা ঝুলিয়ে

হাওয়াত

ে দোল খায়।

স্কন্ধকাটা ঘুরে বেড়ায়

ফাঁসি দেওয়ার মাঠে,

প্রাণহীন দেহ পুড়ে ছাই হয়

শ্মশানের চিতাকাঠে।

রাতের বেলা ঘুমের আগে

প্রেতাত্মাদের কথা,

শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো,

স্বপ্নে ভুতের গল্প গাঁথা।


তোমাদের মতো ভুতের গল্প

আমিও শুনেছি বেশ,

একটা গল্পও মনে ধরেনি,

হারিয়েছি তার রেশ।

একটু যখন বড়ো হলাম,

বুদ্ধি বাড়লো ঘটে;

বারোভুতের উৎপাত যতো

দেখলাম চোখ ফুটে।

কিছু নেই যার, শূন্য অন্তঃসার,

হয় যে তারই বাপের শ্রাদ্ধ;

ভুতেরা নিজের বলে, অতীব কুশলী চালে;

তাহারে করিছে দগ্ধ।


Rate this content
Log in

Similar bengali poem from Horror