STORYMIRROR

Rohit Das

Horror Romance Crime

4.9  

Rohit Das

Horror Romance Crime

মায়াজাল

মায়াজাল

1 min
376


দু চোখের পাতায় ঘুম নেই জানিনা

সে কত দিন ধরে

অতৃপ্ত কামনায় আলো-আঁধারে

হয়েছি ভবঘুরে।

উষ্ণ কোমল হাতের তীব্র শিহরণ জাগানো হাতছানি বয়ে চলেছে সারা শরীর জুড়ে,

তীরের ফলার মত নখের আচর আলতো

হাতে দিচ্ছে চিঁড়ে।

পালানোর শত বৃথা চেষ্টায় ব্যাকুল আমি

বাধ্য হয়ে ডেকে চলেছি নাম তোমার,

স্বপ্ন জগতে তোমায় নিয়ে এক অদ্ভুত পরিহাস আমার।

জানিনা সে কিভাবে দিচ্ছে এত কষ্ট এত দূরে থেকেও আমাকে,

নাকি তোমায় দূরে ঠেলে দেওয়ায় এত কষ্ট দিচ্ছ আমাকে।

তোমার ভালো চাই আমি আজ এত দূরে,

বিশ্বাস করো তুমি আজও ভোরের আলো দেখাও আমার একাকিত্বের শহরে।

কেন আমায় ভুলে যাচ্ছ না, ঠেলে দিচ্ছ না আমায় বহুদূরে

কেন এখনো রোজ রাতে আমায় নিয়ে স্বপ্ন দেখো আর কান্না ঝরে দুচোখ জুড়ে।

যারা আমার কাছে আছে তারা থাক না

আমার কাছে,

খুব দূরে থেকেও তুমি আজো আছো হাতটি

ধরে আমার পাশে।

কিসের জন্য এত কথা ভাবছো আমায়,

রাখছো মনের আড়ালে,

অদৃষ্ট তুমি বলো কেনই বা সে ফেলেছে

আমায় এই মায়াজালে।


Rate this content
Log in

Similar bengali poem from Horror