STORYMIRROR

Rohit Das

Crime Others

3  

Rohit Das

Crime Others

:: সারমেয়র আবেদন ::

:: সারমেয়র আবেদন ::

1 min
268

মা তুই আসিসনে রে এবছর আসিস না কোনো দিন

এই ধরনীর বুকে,

তাতে যদি শান্তি পায় এবুক হাসি ফোটে দুঃখহীন এ মুখে।

মা কারনে-অকারনে তোর ছেলেরা আমার ওপর

করে অত্যাচার,

গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে চার চারটি ছেলে আমার।

কত দিন না খেয়ে না বসে ঘুরেছি ধার থেকে ওধার,

কখনও গরম জলে কখনো লাঠির বাড়িতে জ্বলেছে শরীর আমার।

তুই আসিসনে রে....আসিস নে এই ধরণীর বুকে।

তুই এলে ও-ই নরপিশাচ গুলো আবার বোম লাগাবে

আমার লেজে,

দেখবে মজা লুটিয়ে হাসি দাঁড়িয়ে থেকে দূরে।

রোগের জ্বালায় শুকিয়েছে শরীর গভীর হয়েছে ক্ষত,

তাতে তোর ছেলেদের আঘাত অতিষ্ঠ হয় প্রাণ প্রতিনিয়ত।

মা তুই আসিস না রে এই স্বার্থপরের দুনিয়ায়..,

যেখানে তোর এক ছেলে সহ্য করে অন্য ছেলের অন্যায়।

তুই কি পারিস নে মা করতে বিহিত এই অন্যায়ের,

আমরা তো তোর ছেলে ছেলে রে মা তবে কেন বন্ধ মুখ আমার মায়ের।

পারবোনা কামড়ে আমরা রুখে দাঁড়াতে ওদের,

নিরুপায় এখন তোর আশা তেই সব যন্ত্রনা বাকহীন মুখে সহ্য করতে হচ্ছে মোদের।

মানবতা কি মরে গেছে মা নাকি বিসর্জন দিয়েছে ওরা তোর সাথে,

দুবেলা দুটো ভাত খেতে না শুধু ভরিয়ে দিক ঘা ভালোবাসার আলতো হাতে। 


Rate this content
Log in

Similar bengali poem from Crime