STORYMIRROR

Rohit Das

Romance Others

3  

Rohit Das

Romance Others

:: ইচ্ছেতরী ::

:: ইচ্ছেতরী ::

1 min
208

দেখা নেই তোমার আমার, গল্পের তরী

ভাসমান বৃষ্টির জমা জলে,

লুকোনো সব মুহূর্ত গুলো বিচলিত হঠাৎ

উঁকি দিচ্ছে মনের অতলে।

যান্ত্রিক উরো চিঠি র জবাব দেবো আজ

হাতে লেখা চিঠির তরীতে

লিখে তাতে আমার নাম খানি একচিলতে

লাল কালিতে।

ভালোবাসা ভরা কথার মাঝে থাকবে

কিছু খুনশুটি,

তোমার আমার গল্পোয় শুধু হবে

সবাই কে দিয়ে ছুটি ।

জানিনা সে কবে আবার দেখব তোমায়

কমলা চুরিদার আর নীল ওরনা টাই,

হাঁ মুখে তাকিয়ে থাকবো দেখে, খোলা চুলে

ঝুমকো কানে নীল শাড়ি টাই।

একলা ছাদে দাঁড়িয়ে কাটিয়েছি কত রাত

তোমার বাড়ির পথে চেয়ে,

শত আশায় ঘুমতে গেছি স্বপ্নে যদি একবার যায়

তোমার ছোঁয়া পেয়ে।

শহর জুড়ে জনশূন্যতা চারিদিকে শীতল বায়ু

হয়েছে আজ প্রহরী,

সাক্ষী রেখে সবাইকে ভাসিয়ে দিলেম তোমার

নামের ইচ্ছেতরী।


Rate this content
Log in

Similar bengali poem from Romance