:: আমি নক্ষত্র ::
:: আমি নক্ষত্র ::
রাতের আকাশে জলা কতশত টিম টিমে তারার মাঝে আমি একজন,
কেউবা গোনে কেউবা ভুলে যায় দেখতে আমায় আমি দেখি সর্বক্ষন।
কখনও দেখি কখনোবা হারিয়ে যায় কালো মেঘের ভিড়ে,
নিশিশেষে আলোর ঝর্না বয়ে যায় আমারই বুক চিরে।
সবশেষে ভেঙে পড়বো একদিন কোনো পাহাড়ের চূড়ায়,
বলে দিও তোমার ইচ্ছে খানি আমার কানে পূরণ করব আমি নক্ষত্র তাই।
