STORYMIRROR

Rohit Das

Drama Tragedy

3  

Rohit Das

Drama Tragedy

:: অপেক্ষায় ::

:: অপেক্ষায় ::

1 min
298

যাক না ওই নীলকণ্ঠী সুদূরে পাখনা মেলে

সাদা বরফের বিছানায়,

শত শত মানুষের একগুচ্ছ ইচ্ছে পূরণের তাগিদে

নতুন খুশি ঠিকানায়।

পেরিয়ে শত বাধা আসুক আবার বছর পরে

হাজারো খুশির ডালা হাতে,

ছড়িয়ে দিক তা উৎসবে পাল- পরব এ

আনন্দে আহ্লাদে।

ততদিন এভাবে হাসিমুখে থাকবো

আমরা সবাই,

কাটাব আরও একটা বছর তোমার

ফেরার অপেক্ষায়।


Rate this content
Log in

Similar bengali poem from Drama