STORYMIRROR

Rohit Das

Classics Others

4  

Rohit Das

Classics Others

পুরনো পৃথিবীর আশায়

পুরনো পৃথিবীর আশায়

1 min
261

জানিনা নজর লেগেছে কার 

এই সুন্দর মুখ টায়,

আমার বাংলা আমার পৃথিবী

আজ অসুস্থ তাই।

মহামারি দিয়েছে হানা সারা 

বিশ্ব-বাংলাজুড়ে,

তবু কেন মোরা এত উদাসীন

মৃত্যু সংখ্যার পারদ তুঙ্গে প্রতি শহরে।

শত্রু দেশের জঙ্গি হামলায়

নিহত শত শত ভাই,

সাস্থ বিধি না মেনে নিজের কবর

খুঁড়েছি আজ আমরাই।

কাব্যই আজি ঢাল আমার

মাস্ক হল বর্ম,

পৃথিবীর এই দুর্দিনে কলম হাতে অসহায়ের

পাশে দাঁড়ানই আমার কর্ম ।

অতিবৃষ্টিতে কেউ ভাঙ্গা খাটের উপর পেতেছে সংসার,

ধসে কারো ধসেছে বাড়ি, আম্ফানের তাণ্ডবে গৃহহীন- অভুক্ত বন্ধ রোজগার।

হায়রে কি বিধির বিচার এই তবে আজ তার ছেলেরা অভুক্ত গৃহহীন মৃত্যু পথযাত্রী,

নাকি এও তবে এক নতুন পৃথিবী আশার

আলো র পথে অনুগামী।

হাসিমুখে বিদায় দেবে সব কষ্ট

চিরতরে সবাই

গাইবে কবে যায় জয় গান 

পুরনো পৃথিবীতে ফিরে পাওয়ায়।


Rate this content
Log in

Similar bengali poem from Classics