কার মেয়ে
কার মেয়ে
হারিয়ে গেছে কত কিছু
সকাল হতে রাত,
খুঁজে ফিরি আজো আমি
আঁকড়ে ধরার হাত।
হারিয়ে গেছো তুমি আজি
চলেও গেছে সে,
দশ মাস দশ দিন গর্ভে
রেখেছিল যে।
তখন বড় ছোট্ট ছিলাম
ছিলাম ছয় বছরের,
ছেড়ে চলে গেলে তুমি আমায়
কাটিয়ে মায়া অন্তরের।
সবার কাছে আদর পেলেও পায়নি
তোমাদের ভালোবাসা,
পাইনি আমি অনেক কিছুই যা সবার থাকে পাবার আশা।
কি ছিল সে কারণ তখন
পারিনি কো বুঝতে,
এক এক মিনিটও রাখিনি ব্যতীত
হন্য হয়ে খুঁজতে।
ছবির সামনে বসে থাকি আর বেরিয়ে আসে চোখের জল,
কান্না তখন বেশি পায় যখন কেউ বলে ' বল তোর বাবার নাম বল।'
যখন তোমার চিঠিটা পেলাম ১৬ বছর পুরনো অপরিষ্কার,
সেদিন তখন আমার কাছে হয়েছিল সব পরিষ্কার।
বাবা চেয়েছিল ছেলে হোক মেয়ে ছিল
তাহার দুচোখের বিষ,
প্রশ্ন খালি একটাই রইল
বিধাতা!! এর উত্তর তুই দিস।
বঞ্চিত বাবা কাছে তাই
ছেড়ে চলে গেছে সে,
প্রশ্ন খালি একটাই বলোনা
আমি কার মেয়ে???
