দূর্নীতি
দূর্নীতি
কান নিয়েছে চিলে বলে
ছুটছে চিলের পিছে
সত্যি যখন কান নিয়েছে
পায় নি তখন খোঁজে
বন্যা নয় খরাও যে নয়
তবুও দেখো হাজার মানুষ ভুখা
চিলের পিছে ছুটতে গিয়ে
হয় নি খোঁজে দেখা
নিত্যপণ্যের দাম দেখো ভাই
গগণ ভেদিয়া উঠে
সমাজপতিরা নির্বিকারে
চিলের পিছেই ছুটে
অপরাধ আর দুর্নীতি আজ
নিত্য দিনের মেলা
শাস্তি দেওয়ার নামে চলে
দীর্ঘদিনের প্রহসনের খেলা
আপনি মশাই আমজনতা
কেনই বা এসব ভাবা
মশাই আপনার কাজই তো এক
বোবা কালা অন্ধ সেজে থাকা
কানের লাগি ছুটছে যারা
চিলের পিছে পিছে
চিলের পিছে না ছুটে ভাই
কানে আগে হাত দিয়ে
দেখো তুমি নিজে
