ইউক্যালিপটাস
ইউক্যালিপটাস
এক কুয়াশা মাখা নিশ্চুপ ভোরে,
ইউক্যালিপটাসের চারা স্বপ্ন দেখছে আকাশ ছোঁয়ার।
একদিন যত্নে বড় হয়েছিল আরও অনেকেরই সাথে,
ছিল অনেক আশা তার অন্তরে।
দলছুট হয়ে এসেছে এখানে, টুকরো নতুন জমিতে।
কিন্তু কতদিন সে পারবে এখানে থাকতে?
এ যেন অনেকটা মাংসের লোভে মুরগি পোষা।
জলান্জলি একদিন দিতেই হবে যত ছিল তার আশা,
যে হারে এখানে বসত জমির দাম বাড়ছে!
প্রাচীর ঘেরা এই ছোট্ট জমিটা কতদিন আর,
থাকতে পারবে একজনের ই হেফাজতে ?
খুব ভালো করেই হয়েছে সব বোঝা!
ব্যবসায়ী মন শুধু শুধু জায়গাটা ফেলে না রেখে,
দিয়েছে কিছু গাছের চারা লাগিয়ে।
ভালোবাসা? সকলের জোটেনা, কপালের ফের।
ভবিষ্যৎ? কুয়াশা ঢাকা মাত্র কয়েক টা বছর।
যখনই হবে এখানে কারো বাড়ি তৈরির প্রয়োজন,
ওমনি কেটে ফেলা হবে তাকে মৃত কাঠের মতন।
"একটি গাছ একটি প্রাণ" বা "গাছ লাগান প্রাণ বাঁচান" এগুলো শুধুই মুখের কথা।
গাছের প্রাণের কথা, মনের ব্যাথা এসব নিয়ে,
কেউ কখনো কোথাও চিন্তা করেনা অযথা।
মুনাফা লোটার জন্যই লাগানো হয় এসব গাছ।
কাটার পর মিলে চেরাই করে বহুগুন লাভ করে,
এখনকার কিছু মানুষ, সত্যিই ধান্দাবাজ ।
