লাল পাথর
লাল পাথর


রঙটি আমার হয়তো একটু কালচে, তবে রাঙা,
ফোঁটা ফোঁটা অশ্রু জমে, হৃদয় আমার ভাঙা।
রঙটি আমার হয়নি একেবারে টুকটুকে লাল,
জানি না তো, জুড়বো কি করে ভাঙা কপাল?
রক্ত যেমন লাল থাকে না, হয়ে পড়লে বাসি,
তেমনি কালচে এ রঙ আমি যে বড়ই ভালবাসি ।
অনেকেই তো চেষ্টা করেছিলো করতে পালিশ,
ভগবানের কাছে আমিও যে করেছি নালিশ ।
জানি তো, পাশগুলোতে আছে আমার অনেক ধার,
একটু লাগলেই যায় যে কেটে, রক্তে হয় একাকার।
থাকতে যে চাই বরাবরই স্বস্তি মতন, একই রকম,
যেন সহজেই শান্তি পাই, নাই বা বাড়ুক আমার দাম !
গয়নার শোভা চাই না হতে,মানিক হয়ে অনেক দামী।
কালচে-লাল, ফিকে বা লালচে আমি কৃষ্ণ-কালো,
রুবি, চুনি বা পলা সব নামই আমার জন্যে ভালো।