STORYMIRROR

Paula Bhowmik

Drama Fantasy Inspirational

3  

Paula Bhowmik

Drama Fantasy Inspirational

রাজার জামাই

রাজার জামাই

1 min
12

ছোটোবেলার সেই খেলাটার কথা মনে আছে বেশ,

ইলাটিং বিলাটিং সই লো ! কিসের খবর আইল ?

রাজা একটি বালিকা চাইল, কোন বালিকা চাইল ?

অপর দলের পছন্দের মেয়েটির কি কপাল ফিরল!

তা নইলে কেন ওর মুখে কনে দেখা আলোর রেশ !


এভাবে পছন্দ করা মেয়েটি কি রানী হতে চেয়েছিল ?

রানী হলেই তো গয়নার শিকল, হুকুম, নানান প্রতাপ,

সুয়োরানী হলে সুখ,আর দুয়ো রানী হলেই মনে তাপ !

সুয়োরানী হলেই শেখা চাই ছল, কপটতা, অহংকার।

কুঁড়ে ঘরে জল পড়ে,দুয়ো রানী হওয়ার কি দরকার ?


সেই জন্যেই রাজকন্যে কোনোদিন বড় হতে চায় না,

পক্ষীরাজ ঘোড়ার পিঠে তেপান্তরের মাঠ পেরিয়ে___ টগবগ শব্দ, রাজপুত্রের যাত্রা যেন আর শেষ হয় না !

কিন্তু সময় তো আর কারও জন্যে থেমে থাকে না,

বিয়ে করব না বলে সেই বালিকা যতই করুক বায়না।


গত জন্মের ভারী ভারী মালার দাগ মিলিয়ে যায় নি,

আজ বহুদিন আয়নায় রাজকন্যের চোখ রাখা হয়নি।

স্বাধীনতা বড় প্রিয়, বালিকা তাই রানী হতে চায় নি ।

মনে মনে সে তো চেয়েছিল, শুধু একটু ভালবাসাই !

হোক না শুধুই এক ভালমানুষ, সে যে রাজার জামাই ।


 


Rate this content
Log in

Similar bengali poem from Drama