STORYMIRROR

Paula Bhowmik

Tragedy Action Inspirational

3  

Paula Bhowmik

Tragedy Action Inspirational

কান পেতে রই

কান পেতে রই

1 min
12

আগষ্টের নয় তারিখ, শুক্রবারটা একটু অন্যরকম,

আজ সকালে ফোন করেছিলেন সুলেখাদি, আলো !

কথা না শুনতে পেলে সবটাই হয়ে যেত এলোমেলো ।

মিসকল দেখে কল করি আমি, শুনতে পান না উনি,

আর যখন ফোন করেন উনি,সেটাই কি আমি জানি !

শেষে অতিরিক্ত এলার্ট থাকায় রিসিভ করি ফোন,

কাজটা করতে পেরে অনেক খুশি এবার আমার মন।

আমার জন্যে তো অনেকখানি, ব্যাপারটা কি কম !

হোক না একতরফা কথা, আমি তো কান পেতে রই,

পড়ে গিয়েছিলেন-ব্যাথা ছিল, এখন আছেন ভালোই।

ওনার ডান হাত বিশ্বনাথ বসাক,আর পৃথিবীতে নেই !

মনে ভাবি, আমাদের, ও দেশের খবর, দেবে যে কে !

কি করে যেন গেছেন জেনে বাংলাদেশের সব কথাই।

সোনার বাংলার হয়েছে এই হাল ! মনটা খারাপ তাই,

এখন মানুষ সভ্য পোষাক পরে, ভাল খাবার খায় ।

কিন্তু স্বভাবটা নাকি রয়ে গেছে আদিম যুগের মতোই,

মানুষ মানুষের বুকের সুষমা নেয় শুষে, ও ঘিলু খায়।

কথাটা শুনে মুহূর্তের জন্যে, একটু হলেও ভয় পাই !

মনের কিছু কথা উনি খুলে বলেন আমায়____


"আমার কলম হাতে নেওয়া তো প্রতিবাদ জানাতেই,

হারিয়ে গেছে কলমখানি, রক্ষা করা গেল না কিছুই !

সোনার বাংলা হয়ে গেল শেষ আমার আগেই !

আর কটা দিন পরে আমিও তো হয়েই যাব ছাই !"


"ভেবো না তুমি অত, আবার সব হবে আগের মত",


বলার সুযোগ নেই! হঠাৎ করে ফোন দিয়েছেন কেটে, 

শব্দ নেই.....যদিও ফোন রয়েছে আমার কানে সেঁটে !

অবশ্য কথাটা তো আমিও বেশ ভাল করেই জানি, 

ফিরে পাওয়া যায় না প্রাণ, আমরা মানি বা না মানি।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy