সখী, ভালোবাসা কারে কয়
সখী, ভালোবাসা কারে কয়


বলা ও চলা কথায় প্রাণিত শব্দেরা বর্ষালীন হলে
একটু আড়াল ডাকি প্রাণপণ।
নদী উপচে স্খলিত ওই চোখ, কতটুকুই বা শোভনমাত্রা বল?
নবীন বলি ওই নয়নাভিরাম জলবিভাজিকা।
শ্যামলিমার কোলবরাবর রিমঝিম হাঁটাপথ, নিশানা।
জোছন শ্বাসিত এই সংজ্ঞা থেকে তোর ভাবনা
যদি ছুঁয়েও ফেলি রোদন টার্মিনাসে কতটুকু রোদ ওঠে বল?
ভালোবাসার কোলডাঙায় চাঁদ গড়িয়ে পাখি।
ফিনিক্সজাত সুখে কুয়াশারঙিন ঝাঁপতাল।
একে একে মাত্রাহারা হলে ওই সুনীলভাঙা আকাশ।
রেণু রেণু সময় তোর নাকছাবিতে নিবিড় হয়ে এল।
মিথরঙা শূন্যের কিনারগুলো ক্রমশ মসৃণ।
টইটই ছায়াপথে উধাওভাবনা হরিণ।
চোখ থেকে টুপ নামিয়ে একটু নাহয় হাসলি তোরা।