STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Tragedy Action Inspirational

4  

POET MD HEDAETUL ISLAM

Tragedy Action Inspirational

ঈদ

ঈদ

1 min
357


ঈদ

মোঃ হেদায়েতুল ইসলাম


ঈদ মানে ত্যাগ আর ঈদ মানে খুশি,

মোরা চলো ঈদকে বড় ভালোবাসি।

চলো ঈদে ভুলি ভেদাভেদ নেই কোনো দ্বন্দ্ব,

চলো ঈদে মোরা করে দেই হিংসার সব পথ বন্ধ।

হাতে হাত রেখে চলো চলি পাশাপাশি,

ঈদ হতে শিক্ষা নিয়ে মোরা থাকি কাছাকাছি।

এসো দেখি ঈদে ক্ষুধা নিয়ে কারা কান্দে,

এসো দাঁড়াই তাদের পাশে অসহায় যারা পড়ে আছে ফান্দে।

এসো ঈদে করি বেশি বেশি দান,

এসো মোরা ঈদে গাই হাসি মুখে সাম্যের গান।

মোরা ঈদে লোভী হব না কভু,

ভুলোনা ঈদ কেমনে সব জানে মোদের প্রভু।

ঈদের দিনে যাই চলো দুঃখ কষ্ট ভুলি,

ঈদের দিনে মোরা অমর ভ্রাতৃত্বের অটুট সম্পর্ক গড়ে তুলি।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy