STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Tragedy Action Inspirational

3  

POET MD HEDAETUL ISLAM

Tragedy Action Inspirational

মনের দুঃখ

মনের দুঃখ

1 min
167



মনের দুঃখ কাকে বলি কেউ বোঝে না ভাই,

দুঃখ কষ্টে জীবন গেল সুখ দেখার ভাগ্য নাই।

নানা রকম কষ্ট এসে জীবন করছে এলোমেলো,

দুঃখের কথা যাকেই বলি সুযোগ বুঝে সেও দুঃখ দিলো।

রংবেরঙের মানুষ দিয়ে এই দুনিয়া ভরা,

দুঃখ নিয়ে দুঃখ পেয়ে কতজনে জ্যান্ত মানুষ মরা।

কাছের মানুষ দুঃখ দিছে একটু ভাবে নাই,

সব কথা কি যায়রে বলা অনেক কিছুই গোপন করে যাই।

যাদের জন্য কাজ করেছি ভাঙ্গা জীবন চাঙ্গা দিছি করে,

সব ভুলে তারাও আমায় দুঃখ দিলো ঠেলে দিলো দূরে।

সুন্দর এই দুনিয়ায় বহু মানুষ যাদের মানুষ বলা যায় না,

মানুষকে মানুষ কেন দুঃখ দিবে মনে কি একটু ভয় হয় না।

অকারণ মানুষ হয়ে মানুষের জন্য যারা দুঃখ কষ্ট তৈরি করে,

জেগে ওঠো সব দুঃখী মানুষ! অমানুষদের আইন দিয়ে জেলে দাও সব ভরে।

যদি বলি কিছু দুঃখ কিছু মানুষ জানলে সহ্য করতে পারবে না,

আহ বলবে ইস বলবে চ্যালেঞ্জ চোখে পানি ধরে রাখতে পারবে না।

দুঃখ কষ্ট ছিল আছে দোয়া কর সবে একটু যে সুখ চাই,

আমিও মানুষ ভালোবাসার কাঙাল আমি তোমাদের ভাই।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy