কলম তোমার জাগার সময় হয়েছে
কলম তোমার জাগার সময় হয়েছে
কলম তোমার জাগার সময় হয়েছে
স্মরজিৎ দত্ত
কলম তোমার জাগার সময় হয়েছে,
কলম তোমার জারিজুরি তেই পরাধীন পরাধীন ভারত হয়েছিল স্বাধীন।
কলম তোমাকেই ভয় পেত ওই ব্রিটিশ রাজ,
কলম তোমার জোরেই রামমোহন
দূর করতে পেরেছিল ওই নিশংস
নিশংস সতীদাহ প্রথাকে।
কলম তোমার জোরেই বিদ্যাসাগর
জারি করতে পেরেছিল বিধবা বিবাহ আইনকে।
তোমার জোরেই যে ভারতের মেয়েরা পেতো না শিক্ষা,
সেই মেয়েরাই শিক্ষিত হতে পেরেছিল।
কলম তোমার জাগার সময় হয়েছে আজ, ভারত আবার এক দুঃসময়ের মধ্য দিয়ে চলছে ;
প্রতিবাদী আজ হিংসার পথে নিমজ্জিত।
প্রতিবাদ আজ প্রতিহিংসায় হয়েছে পরিণত,
কলম তাই তোমায় দরকার তোমার জাগার সময় হয়েছে।
কলম তুমি পারো নতুন আইন তৈরি করতে যেমন,
কলম তুমিই আবার পারো শেষ
শেষ বিধান দিতে অন্যায়ের, তার শাস্তির।
কলম তুমি যদি জাগ্রত হও, তবে
ওই দুরাচার-রা হবে সতর্ক,
আর তাদেরকে প্রতিহত করতে
আমাদের শিক্ষিত সমাজের একমাত্র
একমাত্র পথ, একমাত্র অস্ত্র এই কলম।
আজ এই ভারতের এই কলমের বড় অভাব,
শিক্ষিত মানুষ আজ কলম ধরতে ভুলে গেছে;
শিক্ষিত সমাজ আজ কলমের ব্যবহার ভূলে গেছে ;
আর তাই ওই দুরাচারের দল
তাদের দুরাচারীতা ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে,
তাই কলম তুমি জাগ্রত হও,
শিক্ষিত সমাজ তারা আবার কলম তুলে ধরুক।
কলমই পারবে এই দুরাচার কে প্রতিহত করতে,
তুমি জাগো, জাগো কলম; তোমার,
তোমার জাগার সময় হয়েছে।
