স্বাধীনতার স্বাধ
স্বাধীনতার স্বাধ
এসো খুশির সরবরে স্নান করি আজ-
গেয়ে উঠি বন্দেমাতারম স্লোগান ,
এসো সকলে মিলে বিপ্লবীদের আজ -
জানাই শ্রদ্ধা ও সম্মান ।
এসো ফুলে ফুলে সাজিয়ে ফেলি বেদি -
জয় হিন্দ ধ্বনিতে বাতাসে ছড়ায় আলোড়ন ,
এসো মিলেমিশে করি সবে আজ -
পতাকা উত্তোলন।
এসো অশ্রু মুছে ফেলি আজ -
মুখে থাক একগাল হাসি ,
এসো আনন্দে নেচে উঠি সকলে -
আর গর্বের সাথে বলি আমরা ভারতবাসী।
