মে দিবস
মে দিবস


'হে' - যথার্থ রামনাম ; পাপ তাপ মুক্তি ,
শ্রম এবং সময়ের যুগ সম্মিলন ,
' হে ' - বিশ্বমানবতার সীমাহীন যুক্তি,
অষ্টপ্রহরের দাবী করি' প্রচলন ।
নীরবে নিভৃতে যবে বেদনার ধারা,
অশ্রুসিক্ত মরমের অকথিত বাণী,
অরণ্যে রোদন করি' হয় দিশাহারা,
গণ জাগরণে চূর্ণ মালিকেরা জানি ।
শোষণ বঞ্চনা গাথা ছাড়িয়া হৃদয় ,
বিপ্লবের স্রোতধারা করে প্ররোচিত,
'হে - র জমায়েতে তাহা শ্রমিকের জয়;
নিপীড়িত মানবতা লভে উপবীত ।
অন্তরে পূরিত ক্ষোভ বিস্ফূরিত হলে,
ধ্বংস হয় শোষণের শাসনের তলে ।