চলো বিদ্রোহ করি
চলো বিদ্রোহ করি


চলো বিদ্রোহ করি প্রতিবাদ গড়ি
ওই যে কত চাল চুলোহীন
মানবতায় দীন মানসিকতায় ক্ষীন
যত্রতত্র অবাধ বিচরণ
দক্ষতা দিয়ে পারেনা করতে সম্মান অর্জন।
ব্যয় বহনে ক্রেতা করে আপনে
দিচ্ছে দেখো আস্কারা ওই,
ধূর্ত ব্যবসায়ীদের যারা রচেছে লুটার ফাঁদ।
গাঁয়ে মানল কিনা কি যায় তাতে
সেজেছি আমি আপনি মোড়ল
বিদ্রোহ করবে কে?
প্রতিবাদের ঝড় তুলবে কে কেই বা হবে সোচ্চার!
যারা নিজেরাই জানে না তাদের জন্য
কোনটা সম্মান কোনটা অসম্মান।
টাকা দিয়ে কেন কিনব সম্মান যদি যোগ্যতা থাকে
যোগ্য ব্যক্তির জোটে শুধু অপমান অযোগ্যরা দাপিয়ে বেড়ায়।
মনে কি হয়না কারো সমাজের থামে ধরেছে ঘুন?
যেকোনো সময় ভেঙ্গে পরল বলে যদি না হয় এর প্রতিকার।