STORYMIRROR

🍁অ্যানি 🍀🍂

Abstract Action Others

4  

🍁অ্যানি 🍀🍂

Abstract Action Others

আয়তকার যন্ত্র

আয়তকার যন্ত্র

1 min
279

চৌকো আয়তকার ছোট্ট যন্ত্র

আমাদের রোজনামচার অংশ।

শুতে-জাগতে, উঠতে-বসতে

এই জড়োপদার্থ ছাড়া অকল্পনীয়

একবিংশ শতকের জীবন।

ঘুচিয়ে লক্ষ্য মাইলের দূরত্ব,

বাড়িয়েছে আপনজনের সাথে

মনের দূরত্ব।

জ্ঞানের ভান্ডার সাজিয়ে 

বানিয়েছি বইয়ের বিকল্প।

সময়ে-অসময়ে পাই 

যে অগুনতি সাহায্য।

সুফল-কুফল নিয়ে

করেও হাজার চর্চা,

তোমাকে ছাড়া কাউকে

করি না তো ভরসা।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract