উপেক্ষিত বসন্ত
উপেক্ষিত বসন্ত
সময় স্রোতের তালে ভাসতে ভাসতে
অপেক্ষাগুলো হতে থাকে উপেক্ষিত ।
তবুও বসন্তের আশায় অবহেলিত অনুভূতিগুলো,
বৃদ্ধ বটবৃক্ষের ন্যায় মায়ার জালে আটকে থেকে —
সান্ত্বনা নিজেকে দিয়ে বলে, "অপেক্ষা প্রাপ্তির চেয়ে সুন্দর হয়।"
জানিনা, একে আত্মসন্তুষ্টি নাকি ভালোবাসা কয়!

