ফুলের রং
ফুলের রং
একটা বছর আগের সে,
আর আজকের সে!
না বিশাল কিছু পার্থক্য নয়,
তবুও আছে কিছু।
একটা গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত পেরিয়ে,
জীবন স্রোতের ঢেউয়ে ভেসে
আবারও এলো বসন্ত, সেই পুরোনো রূপে কিন্তু নতুন একটা ছাঁচে।
জীর্ণ সব গাছের শাখাগুলোতে আসছে আবার নতুন পাতা।
এবার শুধু পলাশ, শিমুল আর মাদার ফুলের রঙে সাজার পালা।
