STORYMIRROR

🍁অ্যানি 🍀🍂

Abstract Romance Tragedy

4  

🍁অ্যানি 🍀🍂

Abstract Romance Tragedy

মায়ার বাঁধন

মায়ার বাঁধন

1 min
10

ঘন আঁধারের অপরূপ সৌন্দর্য,
চারিদিক কত নিস্তব্ধ, কত নির্জন!
প্রতিদিন রবির কিরণ মেলানোর ব্যাকুল এক অপেক্ষা,
কখন আসবে সেই রাত, যেদিন সে আসবে আমার মনের জানালার কাছে?
যার কাছে খুলবে মুখোশ,
প্রকাশ পাবে দুটো মনের বেহিসাবী, চঞ্চল, প্রাণখোলা আড্ডা,
যেখানে থাকবে না দুটি প্রাণের মাঝে কোনো দূরত্ব, কোনো ছলনা।
থাকবে কেবল দুটি অতৃপ্ত হৃদয়ের সুপ্ত বাসনা মেটানোর তৃষ্ণা।
মুহুর্মুহু, প্রতি মুহূর্তে আলোকবর্ষ সমান দূরত্ব অনুভব করলেও,
অপেক্ষায় থাকি তার, যদি সে দেয় মনের দুয়ারে ধরা।
এ কেমন মায়ায় বেঁধেছো তুমি সখা!
আর কতদিন এমন লুকোচুরি খেলব আমরা?
কখনো কি পাব না তোমার মনের লুকানো রহস্যের হদিস?





Rate this content
Log in

Similar bengali poem from Abstract