STORYMIRROR

🍁অ্যানি 🍀🍂

Abstract Tragedy Others

3  

🍁অ্যানি 🍀🍂

Abstract Tragedy Others

যোগ-বিয়োগ

যোগ-বিয়োগ

1 min
132

একদিন তো সব হারাতে হবে , তবুও কেমন জানো ভয় হয়!

দিন শেষে আবেগে ভেসে ভাবতে থাকি, একটু সুখ, একটু দুঃখ, একটু হাসি, একটু কান্না, একটু মান-অভিমান আর অনেকটা ভালোবাসা নিয়ে এভাবেই থাক না সবটা। 

কেন মুহূর্তগুলো এতো দ্রুত শেষ হয়ে যাচ্ছে? 

সময়ের চাকা ঘুরে সবকিছু পাল্টে যাচ্ছে, কিন্তু হারিয়ে ফেলার ভয়টা না পাল্টাচ্ছে,

না যাচ্ছে ছেড়ে!

স্মৃতির সরনী বেয়ে একটু পিছনে তাকালে মনেহয়, এই তো, এই তো সব! আমার সব প্রিয়জনেরা, চলে যাওয়া সেই মুহূর্তগুলো, সব প্ৰিয় জিনিসগুলো আমার কাছেই আছে সব। 

কিচ্ছুটি হারায়নি আমার, কিচ্ছুটি না!

কেন? কেন তাহলে চারিদিকে এতো মায়া, এতো আবেগ, এতো ভালোবাসার মধ্যেও নিজেকে বড্ড একা লাগে?

মনেহয়, আমার সব আমারই আছে, তবুও আমার কিছুই নেই এখানে। 

মনেহয়, সময় পর্দার আড়ালে লুকানো দানবটা বলছে, শূন্য থেকে শুরু করে অনেক করেছো যোগ, এখন একটু বিয়োগ শেখো। 

এবার যে তোমার নিঃস্ব হওয়ার পালা!



Rate this content
Log in

Similar bengali poem from Abstract