তুই কে?
তুই কে?
ছন্দময় জীবনের কোনো এক বাঁকে,
অকস্মাৎ একদিন রোজনামচার পাতার ভাঁজে
উঁকি দিলো সে।
চমকে উঠে প্রশ্ন করি তাকে, "তুমি কে?"
"আমি কে! জানোনা তুমি?"
অবচেতন মনে ভাবনার ভিড়ে হঠাৎ শুনি, সে কাল্পনিক।
"কাল্পনিক!"
"হ্যাঁ, আমি কাল্পনিক।"
"কোথা থেকে এসেছো তুমি?"
তিন শব্দের ছোটো উত্তর, "তোমার কল্পনা থেকে।"
"আমার কল্পনা!"
"অবাক কেন তুমি?"
"কিন্তু তুমি তো আমার বাস্তব!"
মৃদু হেসে বললো সে, "সত্যি করে বলোতো, আমি বাস্তব নাকি কল্পনা?"
চিৎকার করে বলে উঠলাম, "তুমি আমার বাস্তব! কল্পনা কেন হবে!"
আবারও সে মৃদু হাসলো।
শান্ত এবং দৃঢ় দৃষ্টিতে চেয়ে বললো, "তোমার কল্পনাই আমার অস্তিত্ব, তোমার কল্পনাতেই আমি বিলীন।"

