STORYMIRROR

🍁অ্যানি 🍀🍂

Abstract Romance Tragedy

4  

🍁অ্যানি 🍀🍂

Abstract Romance Tragedy

এলোকেশী ও মেঘের লুকোচুরি

এলোকেশী ও মেঘের লুকোচুরি

1 min
10



বন্ধ জানলাটা খুলতেই এক টুকরো মেঘ উঁকি দিলো আকাশে। তখন সে রোদের সঙ্গে লুকোচুরি খেলতে ব্যস্ত, তাই খেয়াল করেনি ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা সেই এলোকেশী'কে।
হঠাৎ এক দমকা বাতাস বদ্ধ ঘরের সব কিছু উলটপালট করে দিলো। ভয়ে এলোকেশী ছুটে এলো জানলা বন্ধ করতে।
এইবার মেঘের চোখ পড়লো এলোকেশীর দিকে। তার পরনে অতি সাধারণ পোশাক, চুলগুলো উস্কোখুস্কো, আর সে মাটির দিকে তাকিয়ে কেমন উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে। মেঘের না জানি কী হলো, এলোকেশীর মুখটা দেখার খুব ইচ্ছে হলো তার।
তাই সে ফন্দি আঁটলো— গুরুগম্ভীর গর্জন করলো একবার, দু'বার, বারবার। কিন্তু একি! এলোকেশী কেন তার দিকে তাকাচ্ছে না?
মেঘের রাগ হলো। রক্তিম বর্ণ ধারণ করে সে এক গগনবিদারী ডাক ছাড়লো!
এবার এলোকেশী উদাসীন নয়নে আকাশের দিকে মাথা তুললো। মেঘের অন্তর কেঁপে উঠলো এলোকেশীর মায়াময় চোখ দুটো দেখে।
ভূমি পূর্ণ শক্তিতে মেঘকে নিজের দিকে টানছে। মেঘ আর এই আদেশ উপেক্ষা করতে পারলো না। ঝরে পড়লো ভূমিতে।
আধভেজা জানলার ফাঁক গলে মেঘ বৃষ্টি রূপে স্পর্শ করে গেল এলোকেশীকে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract