কে আগাছা?
কে আগাছা?
আমরা সবাই রঙীন গোলাপ,
বন্ধু হয়ে থাকি একসাথে।
মন্দ ভালোয় ভরা এই বাগানে,
কোথা থেকে এলো সব আগাছা!
ঠিক ভুলের বিচার করতে গিয়ে দেখি,
ওমা! গেছি সবাই রসাতলে।
মেঘ ভূমির দ্বন্দ্বে ডুবে গেছি ভুলে,
অস্তিত্ব রক্ষাই তো আসল কথা,
হোক সে গোলাপ কিংবা আগাছা।
