বৃষ্টির প্রহর
বৃষ্টির প্রহর
বৃষ্টি, তুমি এলে যে প্রহরে,
ছন্দহীন পৃথিবীতে প্রাণ এনে দিলে।
বৃষ্টি, তুমি এলে যে প্রহরে,
রঙধনুর ছবি এঁকে দিলে এই শহরে।
বৃষ্টি, তুমি এলে যে প্রহরে,
নতুন একটা গল্প লিখে গেলে সবার একঘেয়ে জীবনে।
বৃষ্টি, তুমি এলে যে প্রহরে,
মুগ্ধ হয়ে আমি কেবল চেয়েছিলাম
তোমারই দিকে।
বৃষ্টি, তুমি এলে যে প্রহরে,
আলোর চাদরে বোনা অনন্ত এক কাব্য
উপহার দিলে।
