STORYMIRROR

🍁অ্যানি 🍀🍂

Drama Romance Tragedy

4  

🍁অ্যানি 🍀🍂

Drama Romance Tragedy

হা হা মরীচিকা

হা হা মরীচিকা

1 min
2



​বছর শেষের দিনগুলোতে
বিষণ্ণতার সুর চারিদিকে।
নির্জনতার দেওয়াল চিড়ে কান্না আসে বুক ফেটে।
​গভীর রাতের ডাইরির সাদা পাতাতে
তোকে নিয়ে লিখি দুটো একটা শব্দ বটে।
​কিন্তু আমার কথাগুলো সব
নীরবতার অতল সাগরে তলিয়ে গেছে কোথাও।
​কিনারায় গিয়ে রোজ খুঁজি তাঁদের,
কিন্তু দুর্ভাগ্য!
নীরব সাগরের স্বচ্ছ সেই জলে
মুক্ত ঝিনুক লুকিয়ে আরও গভীরে।
​যখন কখনো আসে পাড়ে,
কুড়োতে গেলেই হা হা মরীচিকা বলে।


Rate this content
Log in

Similar bengali poem from Drama