বাক্স বন্দী
বাক্স বন্দী


শিরোনামঃ বাক্স বন্দী
কলমে: শিপ্রা দেবনাথ
🪄বাক্স বন্দী 📙
রাত যত গভীর হতে থাকে-
দুচোখের ঘুম ততই সরে সরে যায়
সুখ দুঃখ শান্তি অশান্তি ভালোবাসা ঘৃণা শত্রুতা মিত্রতা এসবের স্মৃতি গুলো হুড়মুড়িয়ে একের পর এক
গহীন দ্বার ঠেলে মনের উপর প্রচণ্ড
যন্ত্রণা দায়ক চাপ সৃষ্টি করে,,
নিগূঢ় ব্যথায় কুঁকড়ে উঠি আমি
কপোল বেয়ে অশ্রু-নীরের
নোনা স্বাদ ঠোঁটের ফাঁক ছুঁয়ে জিহ্বা স্পর্শ করে,,
অনন্ত ব্যথার পাথর চাপা কষ্টগুলো
নিজের বুকেই বাক্স বন্দী-
বয়ে বেড়াতে কত জনম গত হবে
অজানা,,
বেদনা চির বিশ্বাসী ছেড়ে যায় না,, সুখ যে কোথায় আত্ম গোপন করে থাকে হদিস মেলে না!!!
সবার সুখ বা দুঃখের প্রকার ভেদ থাকে,,
মিত্রতা করতে হয় বন্ধুত্ব গড়তে হয়
সুখ খুঁজতে হয়,,কিন্তু শত্রুতা করতে হয় না হয়ে যায়,,
আমি যাকে মিত্র ভাবি সে আমায় শত্রু ভাবে,, শত্রুবৎ ব্যবহার করে
যেখানে সন্দেহ সেখানে কোনো সম্পর্কই স্থায়ী হতে পারে না
বন্ধুত্বতো নয়ই।
হ্যাঁ এখন আর কোনো সম্বন্ধই আমাকে টানে না,
নিজেই নিজের মিত্র আমি
আর কেউ কোথাও নেই।
©®Sipra Debnath Tultul.